Site icon Jamuna Television

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আলীকদমে ২ জনের মৃত্যু

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আলীকদমে ২ জনের মৃত্যু

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বান্দরবানের আলীকদমে মারা গেছে ২ জন। স্বাস্থ্যবিভাগ জানায়, আলীকদমের বেশ কয়েকটি গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পাড়াগুলোতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক।

স্বাস্থ্য বিভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর দিলেও এই সংখ্যা ৭ জন বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। এদের মধ্যে একজন কিশোর বাকি সবাই বয়স্ক।

এরইমধ্যে সেনাবাহিনীর সহায়তায় মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন চন্দন কুমার দাস এর নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

এনএনআর/

Exit mobile version