Site icon Jamuna Television

সাতক্ষীরা সীমান্তে ৩ অনুপ্রবেশকারী আটক

নিজস্ব প্রতিনিধি:
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (১৪ জুন) সাতক্ষীরার ভোমরা ও তলুইগাছা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের খবরটি নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের মোহাম্মদ ওমর ফারুক (২০), যশোরের রূপদিয়া এলাকার সোনিয়া (২২) ও সাতক্ষীরার দেবহাটা এলাকার তাসলিমা (৩০)।

আটককৃতদের কলারোয়ার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

Exit mobile version