Site icon Jamuna Television

বিজিবির সাথে গোলাগুলি, ইয়াবাভর্তি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালালো ৬ জন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির সাথে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

সোমবার (১৪ জুন) দুপুরে উখিয়া সীমান্তের রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি টহলদল গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে ইয়াবা পাচারকারী ৬ জন ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে।

এসময় পাল্টা গুলি করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহিন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া ব্যাগ থেকে আনুমানিক ২ লাখ ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লক্ষ টাকা।

Exit mobile version