Site icon Jamuna Television

করোনাভাইরাস: রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

করোনাভাইরাস: রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন পুরুষ, চারজন মহিলা। এদের মধ্যে সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জের সাতজন। এছাড়া রাজশাহীর তিনজন এবং নাটোর ও নওগাঁর একজন করে আছেন।

এই ১২ জনকে নিয়ে চলতি মাসের প্রথম ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ হলো। এর মধ্যে ৮৮ জনই মারা গেছেন কোভিড শনাক্ত হওয়ার পর। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৪ জুন ১৬ জন; আর সর্বনিম্ন ছিল ৬ জুন ছয়জন।

এদিকে গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনায় ভর্তি হয়েছে ৫৮ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া এর আগে ছিল ৪৪ জন।

এনএনআর/

Exit mobile version