Site icon Jamuna Television

ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায়

ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায়

ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলের প্রায় ৪শ’ একর এলাকা।

আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। পুড়ে গেছে কমপক্ষে ৩টি বসতবাড়ি। সতর্কতায় সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের মাধ্যমে ছিটানো হচ্ছে পানি ও রাসায়নিক পদার্থ। এদিকে আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হয়েছেন একজন ফায়ারসার্ভিসকর্মী।

দমকল বাহিনী বলছে, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের ধারণা অতিরিক্ত দাবদাহের কারণে আগুন ধরেছে। তীব্র গরমের কারণে সোমবার থেকে অঙ্গরাজ্যটিতে সতর্কতা জারি করা হয়েছে। প্রায় প্রতি বছরই দাবানলের সাক্ষী হচ্ছে ক্যালিফোর্নিয়া।

এনএনআর/

Exit mobile version