Site icon Jamuna Television

আড়াই মাস পর ট্রেন থামলো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে সহিংসতার আগুনে পোড়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। এরপর দু’মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও যাত্রাবিরতি শুরু হয়েছে স্টেশনটিতে।

সিগন্যালিং ব্যবস্থা অকেজো এবং অন্য সংস্কার কাজ পুরোপুরি শেষ না হলেও যাত্রী সুবিধা বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পাঁচ জোড়া মেইল ট্রেন ও একজোড়া আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা হয়েছে। আজ থেকে মেইল ট্রেনগুলো যাত্রা বিরতি করলেও ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর পারাবত এক্সপ্রেস যাত্রা বিরতি করবে বুধবার থেকে। স্টেশনটি বি-ক্লাস থেকে সাময়িকভাবে ডি-ক্লাসে অবনমিত হয়েছে।

এই বিষয়ে স্টেশন মাষ্টার সোয়েব মিয়া জানান, সিগন্যালিং ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ায় গার্ড এবং ট্রেন চালকের সমন্বয়ে যাত্রী উঠানামা করছে। দ্রুত সময়ের মধ্যে সিগন্যালিং ব্যবস্থা মেরামত করা হবে।

Exit mobile version