Site icon Jamuna Television

‘হাজারো মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে শহীদ দিবস’!

যেকোনো জাতীয় দিবসে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানার ছাপানোর প্রতিযোগিতা নতুন কিছু নয়। এসব ব্যানারের অনেকগুলোতেই থাকে ভুল বানানের ছড়াছড়ি, ইতিহাস নিয়ে বিকৃত তথ্য। এবার ২১ ফেব্রুয়ারিতে টাঙানো ভুল বানানের তেমনই কিছু ব্যানার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তেমনি একটি ব্যানারে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতা দাবিদার ফিরোজ পাটোয়ারীর সৌজন্যে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের পক্ষে বানানো একটি ব্যানারে লেখা হয়েছে,‌ ‘হে অমর ২১ শে ফেব্রুয়ারি হাজারো মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে শহীদ দিবস আমি কি তোমায় ভুলিতে পারি’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, রাজনৈতিক দলগুলোয় এমন কিছু সুবিধাবাদী লোকজন ঢুকে পড়েছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের মতো গর্বিত ইতিহাসগুলো নিয়ে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা রাজনেতিক সংগঠনগুলোকে ব্যবহার করছেন।

কেউ কেউ আবার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। অবশ্য, অধিকাংশ মানুষই এদের নিয়ে হাসিঠাট্টায় মেতে উঠেছেন।

যমুনা অনলাইন: টিএফ

 

Exit mobile version