Site icon Jamuna Television

শাকিবের সিনেমায় ন্যান্সির গান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানটি জনমনে সাড়া ফেলবে বলে আশা ব্যক্ত করেছে ন্যান্সি।

দীর্ঘ পাঁচ বছর পর শাকিব খানের সিনেমায় কণ্ঠ দিলেন প্লেব্যাক সিঙ্গার ন্যান্সি। ‘রাখি যত্নে সারাদিন’ শিরোনামের গানটি শাকিবের মুক্তির অপেক্ষায় ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে।

জানা গেছে, গানটিতে ন্যান্সির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়। গীতিকার ঋতম সেনের লেখায় সুর দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

রোববার রাজধানীর একটি স্টুডিওতে ন্যান্সি-সমরজিতের গাওয়া গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

Exit mobile version