Site icon Jamuna Television

রাজধানীতে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশ শনাক্ত, গ্রেফতার ৩

রাজধানীর ৩০০ ফিট থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশ শনাক্ত করা হয়েছে। হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। অজ্ঞাত ওই নারীর নাম সুমি হাসান।

২০২০ সালের ১৯ জুন সুমি হাসানের লাশ উদ্ধার করে সিআইডি। তখনো তার পরিচয় জানা যায়নি। পরে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচয় বের করা হয়। পরে প্রাক্তন স্বামীকে খুঁজে বের করে পরিবারের সাথে যোগাযোগ করে সুমি হাসানের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়।

হত্যার আগে দিনের কললিস্ট সংগ্রহ করে শেষ ৩ জনের কথোপকথনের সূত্র ধরে ফারুকুল, ইমরান ও সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। শারীরিক সম্পর্কের পর টাকা দিতে না চাইলে ফারুকের স্ত্রীকে বলে দেয়ার হুমকি দিলে সুমিকে হত্যার পরিকল্পনা করে ৩ জন।

ইউএইচ/

Exit mobile version