Site icon Jamuna Television

সিএনএন’র তারকা সাংবাদিক আমানপোর ক্যান্সারে আক্রান্ত

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র সুপরিচিত উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোর ঘোষণা করেছেন যে তিনি জরায়ু ক্যান্সারে ভুগছেন।

৬৩ বছর বয়সী মিস আমানপোর জানান, সম্প্রতি ক্যান্সার অপসারণের জন্য তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। এরপর আগামী কয়েকমাস যাবত তাকে কেমোথেরাপি দেয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই সাংবাদিক লন্ডনে তার বাসার স্টুডিও থেকে এই ঘোষণা দেন। গত কয়েক দশক যাবত মিস আমানপোর বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ এবং নানা সংকট নিয়ে রিপোর্ট করেছেন।

জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবার ঘোষণা দিয়ে মিস আমানপোর বলেন, বিশ্বজুড়ে এ বিষয়টি নিয়ে নারীদের আরও সচেতন হতে হবে। এজন্য প্রতিনিয়ত ক্যান্সার স্ক্রিনিং করার আহবান জানান তিনি।

আমানপোর আরও বলেন, ক্যান্সার চিকিৎসার বিষয়ে তিনি বেশ আস্থাশীল। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতায় তার স্বাস্থ্য বিমা থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version