Site icon Jamuna Television

খুলনায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে পারভীন বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার ভোরে ডুমুরিয়া কলেজের পাশের একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, সাত বছর আগে ডুমুরিয়ার বাজার এলাকায় লিটনের সাথে পারভীনের বিয়ে হয়। পারিবারিক মনোমালিন্যেরে এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে বিভিন্ন সময় লিটন তার সাবেক স্ত্রী পারভীনকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো। মঙ্গলবার ভোরে পারভীনের দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে লিটন। এক পর্যায়ে তার কাছে থাকা ছুরি দিয়ে পারভীনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত জেনে স্থান ত্যাগ করে।

ডুমুরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর মাধ্যমে তারা খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে লিটনকে এখনো আটক করা যায়নি।

ইউএইচ/

Exit mobile version