Site icon Jamuna Television

ইরানে চলছে শেষ মুহূর্তের প্রচারণা

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। মেনে চলতে হচ্ছে করোনা শিষ্টাচার।

কট্টর ডানপন্থী ইব্রাহিম রঈসি’সহ অন্য ৭ প্রার্থীর সকলেই দিচ্ছেন রাজনৈতিক স্থিতাবস্থা, নিষেধাজ্ঞা অপসারণ এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি। তবে সর্বশেষ জনমত জরিপ অনুসারে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হতে যাচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অত্যন্ত আস্থাভাজন ইব্রাহিম রঈসি। যদিও মহামারির কারণে ভোটার উপস্থিতি নিম্নমুখী থাকার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে।

এছাড়া, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত অর্থনৈতিক অবরোধের কারণেও ইরানের জনগণ গত ৪ বছর ধরে ভুগছে নানামুখী অর্থনৈতিক সংকটে। এরমধ্যেই আয়োজিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার অত্যন্ত প্রিয়ভাজন ইব্রাহিম রঈসি’র পক্ষে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতারও অভিযোগ করছেন অনেকেই।

আগামী ১৮ জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল।

Exit mobile version