Site icon Jamuna Television

জকিগঞ্জে মিললো নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

সিলেটের জকিগঞ্জে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স।

বাপেক্স কর্মকর্তারা জানান, সকাল থেকেই সমীক্ষার কাজ চলছিল, তখনই এক পর্যায়ে গ্যাসক্ষেত্রের ড্রিল স্টিম টেস্ট বা সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হন বাপেক্স কর্মকর্তারা। কূপের অভ্যন্তরে চাপ আছে ৬ হাজার পিএসআই। বাপেক্স কর্মকর্তারা ধারণা করছেন অন্তত চারটি স্তর আছে এখানে। এখন প্রথম স্তরের পরীক্ষা চলছে, আগামী দুই দিনের মধ্যেই বাকি স্তরগুলো পরীক্ষার পর মোট মজুদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ক্ষেত্রটি থেকে দৈনিক অন্তত ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স।

উল্লেখ্য যে, সর্বমোট ১১৩টি কূপ থেকে প্রতিবছর বাংলাদেশে উত্তোলন করা হচ্ছে প্রায় ১ টিসিএফ সমপরিমাণ প্রাকৃতিক গ্যাস । যার মধ্যে দেশীয় কোম্পানিগুলোর মালিকানাধীন রয়েছে ৭০টি কূপ। যেখান থেকে প্রতিদিন ১ হাজার ১৪৫ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট), ও বিদেশি কোম্পানিগুলোর মালিকানাধীন ৪৫টি কূপের উৎপাদন সক্ষমতা রয়েছে ১ হাজার ৬১৫ এমএমসিএফ। দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। এছাড়া দেশে গ্যাসের ঘাটতি মোকাবেলায় এলএনজি আমদানি করা হচ্ছে প্রতি বছরই।

Exit mobile version