Site icon Jamuna Television

দেশে বেড়েছে করোনা শনাক্তের হার, মৃত্যু ৫০

দেশে বেড়েছে করোনা শনাক্তের হার। একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৩ হাজার ২২২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪.২৭ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৬৫টি।

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩১৯ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

Exit mobile version