Site icon Jamuna Television

এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়া হবে কিনা শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণের মধ্যে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর পরীক্ষা নেওয়া না হলে তার বিকল্প কী হতে পারে তা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মাদিয়া আলীয়া মাদরাসায় বৃক্ষরোপণ শেষে একথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় পরীক্ষা নেয়ার বিষয়ে চেষ্টা করে যাবেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এজন্য আরও কিছুদিন দেখতে হবে। যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে বিকল্প অনেক কিছু চিন্তা করার আছে।

ইউএইচ/

Exit mobile version