Site icon Jamuna Television

পাকস্থলীতে ইয়াবা বহন, গ্রেফতার এক

পাকস্থলীতে করে ২ হাজার ৬শ ৭০ পিস ইয়াবা বহন করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল্লাহ নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সোমবার রাত আটটায় কক্সবাজার থেকে ঢাকায় নামে শহীদুল্লাহ। আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সন্দেহবশত তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা স্বীকার করে।

তিনি বলেন, শহীদুল্লাহ কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগেই ২৬৭০ পিস ইয়াবা গিলে ফেলে। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলেও জানান তিনি।

Exit mobile version