Site icon Jamuna Television

এসএসএফ এখন আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা সংস্থা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ এখন আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা সংস্থা। বিভিন্ন সময়ে তারা পেশাদারিত্বের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করছে। এসএসএফ-এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএসএফ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবারে অংশ নেন তিনি।

এসময় তিনি আরও বলেন, মুজিববর্ষে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তাও প্রদান করেছে তারা। এছাড়া বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

Exit mobile version