Site icon Jamuna Television

শেষ আট মিনিটে তিন গোল; হাঙ্গেরিকে ঘরের মাঠে হারালো পর্তুগাল

ম্যাচের আশি মিনিট ধরে কোনো গোল না হলেও শেষ আট মিনিটে তিনটি গোল করে হাঙ্গেরিকে ৩-০ তে হারালো রোনালদোর পর্তুগাল।

টানটান এই ম্যাচে রোনালদোর সঙ্গী ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিন বড় ক্লাবের নামকরা তিন জন- দিওগো জোতা, বের্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেস। অন্যদিকে হাঙ্গেরি খেলেছে উইলি অরবান ও গোলকিপার পিটার গুলাসিকে সম্বল করে। তাতেই ৮০ মিনিট আটকে রেখেছিলো রোনালদোর দলককে! অবশ্য নিজেদের মাঠে প্রথমবারের মতো ইউরোর ম্যাচ খেললেও শেষ রক্ষা হয়নি তাদের। শেষ পর্যন্ত শূন্যতেই ঘরে ফিরতে হলো হাঙ্গেরিকে।

ম্যাচে রোনালদো নিজেই করেছেন দুই গোল। ইউরোতে তার গোল এখন রেকর্ড- ১১টি। আর আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ১০৬। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে তার দরকার আর মাত্র মাত্র চারটি গোল।

Exit mobile version