Site icon Jamuna Television

ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে সবাই নিতে পারবে করোনার ভ্যাকসিন

ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি নিকটস্থ টিকাকেন্দ্রে দিতে পারবেন করোনার ভ্যাকসিন। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া ঘোষণায় জানানো হয়, কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্মে যে কেউ নিবন্ধন করতে পারবেন। এর ধারাবাহিকতায় পাবেন ভ্যাকসিনের ডোজ। দেশটিতে বেশিরভাগ মানুষকে করোনা প্রতিরোধক টিকার আওতায় আনতেই এ কর্মসূচি।

গবেষকরা বলছেন, ১৮-৪৪ বছর বয়সীরাই টিকা গ্রহণে সবচেয়ে এগিয়ে ভারতে। দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন দেড় হাজারের মতো। মোট প্রাণহানি তিন লাখ ৮০ হাজারের কাছাকাছি। নতুনভাবে শনাক্ত হয়েছে ৬২ হাজারের বেশি সংক্রমণ। মোট শনাক্ত তিন কোটি ছুঁইছুঁই।

ইউএইচ/

Exit mobile version