Site icon Jamuna Television

হারুন স্যার ম্যাজিকের মতো সবকিছু করেছেন: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি বলেছেন, হারুন স্যার অনেকটা ম্যাজিকের মতো সবকিছু করেছেন। এত তাড়াতাড়ি ম্যাজিকের মতো পুলিশ আমাকে সহযোগিতা করবে, সেটা আমি ভাবতে পারিনি। কয়েক ঘণ্টার মধ্যেই দেখলাম অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আমার বিশ্বাস, সঠিক বিচার পাব।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান পরীমণি। সন্ধ্যা ছয়টার দিকে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীমণি এসব কথা বলেন।

মদ খেতে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমণি সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রেখে বললেন, আমি মদ খেতে বা ছিনতাই করতে গিয়েছিলাম, এটা কি কখনো সম্ভব? আপনারা কি তা-ই মনে করেন? আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলাম, সেটা কেবল আমিই জানি। সবাই আমাকে সাপোর্ট করেছে। সবার ভালোবাসা দেখে আমি অভিভূত। আমি এখন উঠে দাঁড়াতে পারছি।

আইজিপির সঙ্গে যোগাযোগ ও অসহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, আমি আইজিপির কাছে বক্তব্য পৌঁছাতে পারিনি বলেই এত কথা। তিনি আমার একমাত্র ভরসাস্থল ছিলেন। তার কান পর্যন্ত আমার বার্তা পৌঁছার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version