Site icon Jamuna Television

সিলেটে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও তার দুই সন্তান রয়েছে। আহত ব্যক্তি ওই নারীর স্বামী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফতেহপুরের বিন্নাকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে। রাতে কে বা কারা রাতে ওই বাড়ির লোকজনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। নিহতদের সকলের গলা ও মাথায় ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহত নারীর স্বামীকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version