Site icon Jamuna Television

বাংলাদেশে আসছেন না ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েলসহ ৭ জন

আগামী আগস্টে নির্ধারিত বাংলাদেশে সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্যানেল (এনএসপি)। সেই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে স্মিথ, ম্যাক্সওয়েল, ওয়ার্নারসহ সাত অজি তারকা।

আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে স্টিভেন স্মিথসহ নাম প্রত্যাহার করে নেওয়া মোট সাত ক্রিকেটাররা হলেন- প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কোস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন।

গত ৮ জুন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এক সপ্তাহ পর আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা। দুই সফরে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যারন ফিঞ্চ।

আগামী ৯ থেকে ১৬ জুলাই সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। পরে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩টি ওয়ানডে খেলে সরাসরি আসবে বাংলাদেশে। যেখানে ৯ দিনের ব্যবধানে ৫টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

Exit mobile version