Site icon Jamuna Television

ডাচ বাংলা ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাৎ চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডাচ বাংলা ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাৎ চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডাচ বাংলা ব্যাংকের এক সিনিয়র অফিসার ও সহযোগী কর্তৃক আড়াই কোটি টাকার বেশি আত্মসাৎ চক্রের মূলহোতা শনাক্তসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে ব্রিফিং-এ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এই তথ্য জানিয়েছেন। বলেন, ডাচ বাংলা ব্যাংকের এক কর্মকর্তার সহায়তায় এটিএম বুথ থেকে গ্রাহকের ২ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা উত্তোলন করা হয়। এই ঘটনায় চার জনকে আটক করা হলেও প্রধান আসামি ব্যাংকের এডিসি ডিভিশনের কর্মকর্তা মীর মোহাম্মদ শাহারুজ্জামান ওরফে রনি পলাতক।

ডিবি বলছে, রনি দেশের বাইরে আত্মগোপনে আছে। প্রতারক চক্রটি ৬৩৭টি একাউন্ট থেকে এক হাজার তিনশোর বেশি লেনদেন করে অর্থ আত্মসাৎ করে।

এনএনআর/

Exit mobile version