Site icon Jamuna Television

বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটির পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটির পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই সিটির বিভিন্ন হাসপাতালের বর্জ্য ও গৃহবর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হবে, পয়নিষ্কাষণ, সিটি কর্পোরেশনের নিজস্ব বিল্ডিং, সুইপার প্যাসেসসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তার একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বর্জ্য নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদেরকে।

দুই সিটির বর্জ্য নিয়ে করা আবেদনের শুনানিতে বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এনএনআর/

Exit mobile version