Site icon Jamuna Television

‘অন্য ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরীমণির ঘটনা সামনে আনা’

'গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরীমণির ঘটনা সামনে আনা'

গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতেই পরীমণির ঘটনা সামনে আনা হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণের সাথে প্রতারণা করাই সরকারের কাজ।

মির্জা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই গণতন্ত্রকে হত্যা করেছে। সরকার বাকস্বাধীনতা বিরোধী বলেও মন্তব্য করেন ফখরুল।

এসময় বিএনপি মহাসচিব জানান, চেয়াপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

এনএনআর/

Exit mobile version