Site icon Jamuna Television

উস্কানিমূলক মন্তব্য মামলায় মিঠুনকে জিজ্ঞাসাবাদ

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। বুধবার (১৬ জুন) এবিপি আনন্দ প্রকাশিত খবরে জানা এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এবিপি আনন্দ জানায়, আজ সকাল ১০টা ০৫ মিনিট থেকে শুরু হয় ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ। প্রায় ৪৫ মিনিটের জিজ্ঞাসাবাদে ১০ থেকে ১২টি প্রশ্ন করা হয় মিঠুন চক্রবর্তীকে।

এর আগে, মামলার এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে যান মিঠুন চক্রবর্তী। হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়ে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদে হাজির থাকতে নির্দেশ দেয়।

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ভোটের প্রচারের সময় মিঠুন হিংসায় প্ররোচনা দিয়েছেন, এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তৃণমূল।

Exit mobile version