Site icon Jamuna Television

সুুদানের দারিদ্র্য বিমোচনে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর আহবানে সাড়া দিয়ে ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে গত ১৫ জুন ২০২১ তারিখে বাংলাদেশ সরকার বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ কোটি টাকা প্রদান করেছে।

বুধবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সহায়তার কথা জানানো হয়। বাংলাদেশ সরকারের এ সহযোগিতা দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশার কথাও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত বছরেও আইএমএফ-এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ ৮ কোটি টাকার অধিক অর্থ দিয়েছিলো।

Exit mobile version