Site icon Jamuna Television

সরাসরি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল। ফাইল ছবি।

এএফসির নতুন নিয়ম অনুযায়ী তৃতীয় সেরা পঞ্চম দল হিসেবে টুর্নামেন্টের বাছাই পর্বে সরাসরি খেলার সুযোগ পেল জামাল ভূঁইয়ারা। এতে এবছর আর প্লে-অফ খেলতে হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলকে।

দ্বিতীয় পর্ব থেকে বাংলাদেশ পেয়েছে ২ পয়েন্ট। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৮ গ্রুপের পঞ্চম হওয়া বাকি দলগুলো হলো- ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চায়নিজ তাইপে, গুয়াম। এরা কেউই বাছাই পর্বের টিকিট কাটতে পারেনি।

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে খেলবে ২৪ দল। সরাসরি জায়গা করে নিয়েছে ২২ দল। সেই দলগুলোর মাঝে ২২তম হলো বাংলাদেশ। ফলে আগামী দুই বছরে আরও ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজরা।

এতে করে ৪১ বছরে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হলো বাংলাদেশের।

Exit mobile version