Site icon Jamuna Television

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ

২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে সকল শিক্ষার্থী ২০২০ সালের অনার্স প্রথমর বর্ষের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলো কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাদেরকে ২য় বর্ষে প্রমোশন দিয়ে ক্লাস করার অনুমতি দেয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রমোশনের শর্তের মধ্যে অন্যতম হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই এসকল শিক্ষার্থীকে ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। যদি কেহ শর্ত পূরণে ব্যর্থ হয় তাহলে তার প্রমোশন বাতিল করা হবে।

Exit mobile version