Site icon Jamuna Television

আগস্টে দেশে আসবে অ্যাস্ট্রজেনেকার ১০ লাখ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

বাংলাদেশ আগামী আগস্টে অ্যাস্ট্রজেনেকার ১০ লাখ টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ১৯ জুন থেকে শুরু হবে চীন থেকে পাওয়া উপহারের ১১ লাখ টিকার প্রয়োগ।

বুধবার দুপুরে সচিবালয়ে তিনি জানান, যারা ইতিমধ্যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। তবে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিদেশীগামী শ্রমিক, সিটি করপোরেশনের কর্মী ও চীনের নাগরিকরা এই টিকা পাবেন বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে কেনার জন্য যে প্রস্তাব দেয়া হয়েছে সে অনুযায়ী কবে টিকা আসবে তা বলা যাচ্ছে না। তবে রাশিয়ার টিকার বিষয়ে দুই-একদিনের মধ্যে জানা যাবে।

এদিকে বায়োটেকের বঙ্গভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গ্লোব বায়োটেকের টিকা ট্রায়ালে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হবে। আন্তর্জাতিক প্রটোকলের বিষয়টিও এখানে বিবেচনা করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এনএনআর/

Exit mobile version