Site icon Jamuna Television

এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে:

চোখ ধাঁধানো আয়োজন। একটি নয়, দু’টি নয়, এক লাখ মোমবাতি জ্বেলে নড়াইলবাসী স্মরণ করলেন একুশের অমর ভাষা শহীদদের। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠ প্রাঙ্গনে ‘অন্ধকার থেকে ম্ক্তু করুক একুশের আলো’ এই শ্লোগান নিয়ে প্রতি বছরের মত এবারও বিশাল আয়োজন করে একুশ উদযাপন পর্ষদ।

‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গান দিয়ে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা গণসঙ্গীত ও কবিতা। নড়াইলবাসী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার দর্শনার্থী উপভোগ করেন বাতি প্রজ্জলনের মনোমুগ্ধকর দৃশ্য।

সকাল থেকে অপেক্ষা ছিল ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের জন্য। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ভিক্টোরিয়া কলেজের কুরিডোব মাঠ প্রাঙ্গন আলোকিত হয়ে ওঠে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক সাথে জ্বালানো হয় এক লাখ মোমবাতি। মাঠজুড়ে বাংলা বিভিন্ন বর্ণের আকারে সাজানো হয় বাতিগুলো।

এছাড়া শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, জাতীয় সংসদ ভবন, শাপলা ফুল ইত্যাদি আল্পনাও ফুটিয়ে তোলায় হয় মাঠের মধ্যে। একই সাথে চলে ভাষার গান আর কবিতা আবৃত্তি।

Exit mobile version