দেশে বেড়েছে করোনা শনাক্তের হার। একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৬০ জনের। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৩ হাজার ২৮২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬.৬২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮০৭টি।
বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৫৬ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এনএনআর/

