Site icon Jamuna Television

বান্দরবানে কলেরা রোগীদের চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী

বান্দরবানে কলেরা রোগীদের চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকায় কলেরা আক্রান্ত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।

আলীকদম উপজেলায় বিগত কয়েক দিন যাবত ব্যাপক আকারে কলেরার প্রাদূর্ভাব দেখা যায়। জরুরি স্বাস্থ্যপরিস্থিতি মোকাবেলায় আলীকদম সেনা জোনের টহল দলের মাধ্যমে প্রতিনিয়ত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়াও গত ১৪ জুন ২০২১ তারিখ উত্তু সহানে সামরিক ও বেসামরিক চিকিৎসক দল প্রেরণ করা হয় এবং একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়।

সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টামতমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলস ভাবে কাজ করে যাবে প্রত্যয় ব্যক্ত করে।

এনএনআর/

Exit mobile version