Site icon Jamuna Television

মনুষ্যবিহীন ট্যাংক বানাবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তার দেশ শিগগিরই মনুষ্যবিহীন ট্যাংক উৎপাদন করবে। আজ বুধবার আঙ্কারায় এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এরদোগান বলেন, আমরা ইতোমধ্যে নিজস্ব প্রযুক্তির মনুষ্যবিহীন বিমান (ড্রোন) তৈরি করেছি। এই সাফল্যকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। এখন আমরা নিজেদের প্রযুক্তিতে মনুষ্যবিহীন ট্যাংক নির্মাণের উদ্যোগ নিয়েছি। এবং আমরা এটি করবোই।’

তিনি বলেন, আমাদের কিছু প্রতিবেশির কারণেই মূলত এ ধরনের অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করতে হচ্ছে। বর্তমানে আফরিন অভিযানে ব্যবহৃত প্রায় সব অস্ত্রই আমাদের দেশে তৈরি। যারা এগুলো তৈরিতে সহয়াতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

গত মাসে আফরিনে শুরু করা তুরস্কের অভিযানে এ পর্যন্ত দুটি ট্যাংক কুর্দি গেরিলাদের হাতে বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন সৈন্যও নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে এরদোগান মনুষ্যবিহীন ট্যাংক উৎপাদনের ঘোষণা দিলেন। আফরিনে তুরস্ক সর্বমোট ৩৪ জন  সেনাকে হারিয়েছে। বিপরীতে প্রায় দেড় হাজার কুর্দি গেরিলাকে হত্যা করা হয়েছে বলে তুর্কি সেনাবাহিনীর দাবি।

Exit mobile version