Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৬ লাখ

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৬ লাখ

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের মোট সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় মৃতের সংখ্যা ‘দুঃখজনক মাইলফলক’ অতিক্রম করায় গভীর শোক প্রকাশ করেছেন এবং টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিতে আমেরিকানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৭২২ জন। এছাড়া এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ২৩৬ জনের শরীরে। এ মহামারিতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিক থেকে ব্রাজিল দ্বিতীয় ও ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।

ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে ১৭ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট মারা গেছে ৩৮ লাখ ৩৮ হাজার ৬১৮ জন।

এনএনআর/

Exit mobile version