Site icon Jamuna Television

মারা গেছেন হলিউড অভিনেত্রী লিসা বেনস

মারা গেছেন হলিউড অভিনেত্রী লিসা বেনস

মারা গেছেন ‘গন গার্ল’ খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিসা বেনস। গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী। এরপর টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।

অভিনেত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি ছিলেন নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে। গত সোমবার সেখানেই মারা যান তিনি।

সংবাদমাধ্যমে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার ডেভিড উইলিয়ামসন।

গত ৪ জুন অভিনেত্রী লিসাকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি মোটরবাইক। ঘটনাটি ঘটেছিল ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে। সেই সময় অ্যামস্টারডাম অ্যাভিনিউ ক্রস করছিলেন লিসা বেনস। তার গন্তব্য ছিল নিজের প্রাক্তন স্কুল, জুলিয়ার্ড।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মাথায় গুরুতর চোট পেয়েছিলেন লিসা। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।

এনএনআর/

Exit mobile version