Site icon Jamuna Television

পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের সেনারা; গেরিলা হামলার প্রতিশোধ!

পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের সেনারা; গেরিলা হামলার প্রতিশোধ!

মিয়ানমারের মগওয়ের একটি গ্রামে ব্যাপক সহিংসতা চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার জ্বালিয়ে দেয়া হয়েছে পুরো গ্রাম। জান্তা বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে দুই জনের। নিখোঁজ অনেকে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় গেরিলাদের সাথে সংঘাতের জেরে এই ঘটনা। কিন মা নামের গ্রামটিতে পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যদের উপস্থিতি জেনে অভিযান শুরু করে সেনারা। গেরিলারা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় সংঘর্ষ। সেনাবাহিনী এলোপাতাড়ি গুলি শুরু করলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে গ্রামবাসী। এসময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই বৃদ্ধের। এরপর আগুন ধরিয়ে দেয়া হয় ২ থেকে আড়াইশ’ বাড়িঘরে। পুড়ে ছারখার হয়ে যায় গোটা গ্রাম।

তবে মিয়ানমারের রাষ্ট্রীয় চ্যানেলে অবশ্য এ ঘটনার জন্য দায়ী করা হয় গেরিলাদের। বলা হয়, সেনাবাহিনীর দুর্নাম করতেই এই ষড়যন্ত্র করেছে সন্ত্রাসীরা।

এনএনআর/

Exit mobile version