Site icon Jamuna Television

খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি আজ। পাশাপাশি একই মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদনের শুনানিও অনুষ্ঠিত হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার ৬ নম্বরে রাখা হয়েছে। এরইমধ্যে জামিন আবেদনের কাগজপত্র হাতে পেয়েছেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গত মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে বিষয়টি উপস্থাপন করলে আজ শুনানির দিন ধার্য করা হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version