Site icon Jamuna Television

একদিনে খুলনা-রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭ জনের

লকডাউনের পরও কমছে না করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগে করোনা এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১০ জন। এদিকে সংক্রমণ বৃদ্ধিতে সিটি করপোরেশন এলাকায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন পর্যন্ত করা হয়েছে।

এছাড়া খুলনায় মারা গেছেন ৭ জন। খুলনা, নাটোর, চুয়াডাঙ্গা ও নওগাঁয় প্রায় দুই সপ্তাহ ধরে কঠোর বিধিনিষেধ ও আংশিক লকডাউন চলছে। পাশাপাশি সীমান্তবর্তী দুই জেলা দিনাজপুর ও কুড়িগ্রামেও সংক্রমণ উর্ধ্বমুখী।

তবে কমেছে কঠোর বিধিনিষেধের আওতায় থাকা যশোর, সাতক্ষীরা ও নড়াইলে। লকডাউন ও কঠোর বিধিনিষেধের আওতায় থাকা বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় দেখা যাচ্ছে ঢিলেঢালাভাব। স্বাস্থ্যবিধি মানতে উদাসীন সাধারণ মানুষ।

এনএনআর/

Exit mobile version