Site icon Jamuna Television

বন্যায় ভুটানে ১০ জনের মৃত্যু, নেপালে নিখোঁজ ৭

বন্যায় ভুটানে ১০ জনের মৃত্যু, নেপালে নিখোঁজ ৭

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও ভুটান। বন্যার প্রভাবে ১০ জনের প্রাণ গেছে ভুটানে। এছাড়া নেপালের সিন্ধুপালচক জেলায় নিখোঁজ সাতজন।

মেলামচি নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে তিব্বত সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অনেকে।

এদিকে দুর্গত এলাকায় আটকে পড়া বাসিন্দাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে প্রশাসন। বিপৎসীমা অতিক্রম করেছে নারায়নি নদীর পানিও। সতর্কতা জারি হয়েছে আশপাশের এলাকায়।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। টানা তিনদিনের ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভুটানেও।

এনএনআর/

Exit mobile version