Site icon Jamuna Television

প্রথম বৈঠকে ইতিবাচক বার্তা দিলেন বাইডেন-পুতিন

প্রথম বৈঠকে ইতিবাচক বার্তা দিলেন বাইডেন-পুতিন

জেনেভায় বাইডেন-পুতিন বৈঠককে ইতিবাচক বললেও মতামতের অমিলের কথা জানিয়েছেন দুই প্রেসিডেন্টই। পরস্পরের প্রশংসাও করেন তারা।

রুশ-মার্কিন টানাপোড়েনের মধ্যেই বুধবার মুখোমুখি বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেনেভায় ১৮ শতকের ভিলা ‘লা গ্রাজে অনুষ্ঠিত হয় এই হেভিওয়েট বৈঠক। কঠোর নিরাপত্তায় স্থানীয় সময় বেলা ১টায় শুরু হয় আলোচনা।

এসময় দুই রাষ্ট্রপ্রধানের সাথে ছিলেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সের্গেই ল্যাভরভ। প্রায় তিন ঘণ্টার আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনা শুরুর বিষয়ে সম্মত হন দুই নেতা। এছাড়া নির্ধারিত সময়ের আগেই শেষ হয় তাদের বৈঠক।

এনএনআর/

Exit mobile version