Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ভোটকেন্দ্র খুলবে ইরান

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭টি ভোটকেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে ইরান। আমেরিকা প্রবাসী ইরানি নাগরিকেরা যাতে সহজেই ভোট প্রদান করতে পারেন সে লক্ষ্যে এ ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় সংবাদ মাধ্যম পার্সটুডে।

মঙ্গলবার (১৫ জুন) জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এ তথ্য জানিয়েছেন।

পার্সটুডেকে রাভানিচ জানায়, ওয়াশিংটন ডিসির পাশাপাশি আমেরিকার ১৮টি প্রদেশে ভোট প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। কোনো কোনো প্রদেশে একাধিক ভোটকেন্দ্র খোলা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় তিনটি ভোটকেন্দ্র থাকবে।

উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিল সাতজন। দুইজন সরে দাঁড়ানোয় প্রার্থী এখন পাঁচজন। আরও প্রার্থী সরে দাঁড়াতে পারেন বলে জল্পনা রয়েছে।

Exit mobile version