Site icon Jamuna Television

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে প্রধানমন্ত্রী

কোর অব ইঞ্জিনিয়ারর্স’র  ৬ষ্ঠ কোরের পুনর্মিলনী ২০১৮’র অধিনায়ক সম্মেলনে যোগ দিতে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর, নতুন আটটি থানাসহ ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে রাজশাহী যাবেন তিনি।

বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে, সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ কোরের পুনর্মিলনীতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে ৯টি উন্নয়ন ভাবনা আর ব্যবসায়ীদের পক্ষে ১১ দাবি তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে এখন উৎসবের আমেজ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version