Site icon Jamuna Television

মিজানুরের ব্যাটে ডিপিএলের প্রথম সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশেষে দেখা গেল তিন সংখ্যার ম্যাজিক ফিগার। প্রথম পর্বের শেষ রাউন্ডে এসে অপেক্ষার অবসান ঘটে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানের ব্যাটে।

বৃহস্পতিবার সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৬৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন মিজানুর।

শেষ রাউন্ডের এই ম্যাচে শেখ জামাল ধানমন্ডির বোলারদের তুলোধোনা করেছেন ব্রাদার্সের ওপেনার ও অধিনায়ক মিজানুর রহমান। মাত্র ৬৫ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০০ রান স্পর্শ করেছেন তিনি। স্ট্রাইকরেট ছিল ১৬১.০১!

মিজানুরের অনবদ্য ব্যাটিংয়ে ১৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১২৪ রান জমা করেছে ব্রাদার্স।

Exit mobile version