Site icon Jamuna Television

দুর্নীতিগ্রস্ত দেশের সূচকে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে ধারণা সূচকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবারও ২ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। পয়েন্টও বেড়েছে দুই। তবে সার্বিকভাবে দুর্নীতি দমনের পরীক্ষায় এবারও অকৃতকার্য বাংলাদেশ।

১৮০ দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান এবার ১৪৩। মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে, আইনী কাঠামো আগের চেয়ে শক্তিশালী হওয়ায় দুই ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। তবে আরও ভালো না হওয়ার কারণ- রাজনৈতিক সদিচ্ছার অভাব। নেই জবাদিহীতাও। বড়ো দুর্নীতিবাজদের ধরা হচ্ছে না বলেও ভালো না করার পেছনে কারণ বলে জানিয়েছে টিআইবি। জানানো হয়, ৪৩ পয়েন্ট পেলে ভালো ধরা হয়, কিন্তু বাংলাদেশ গতবার পেয়েছিল ২৬ নম্বর, এবার ২৮। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এবারও সোমালিয়া। আর ডেনমার্ককে হটিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে নিউজিল্যান্ড।

Exit mobile version