Site icon Jamuna Television

আরও ভালো পণ্য তৈরির লক্ষ্যে একত্রিত হচ্ছে ওয়ানপ্লাস ও অপো

ওয়ানপ্লাসের ‘সিস্টার কনসার্ন’ অপো এতোদিন আলাদাভাবে পরিচালিত হলেও ‘আরও ভালো পণ্য তৈরির’ লক্ষ্য নিয়ে একত্রিত হচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড দুটি।

বুধবার (১৬ জুন) ওয়ানপ্লাসের অফিশিয়াল ফোরামে একত্রিত হবার ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিট লাউ।

ওয়ানপ্লাস প্রতিষ্ঠাতা পিট লাউ লিখেন, আমি আত্মবিশ্বাসী এই পরিবর্তন ভোক্তা ও প্রস্তুতকারক উভয়ের জন্যই ইতিবাচক হবে। আপনাদের জন্য আরও ভালো পণ্য তৈরিতে আমাদের হাতে যথেষ্ট সম্পদ থাকবে। তবে ওয়ানপ্লাস ব্র্যান্ড স্বাধীনভাবে পরিচালনা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন লাউ।

Exit mobile version