Site icon Jamuna Television

মুজিববর্ষে ঘর ও জমি পাচ্ছেন আরও ৫৩ হাজার পরিবার

মুজিববর্ষে ঘর ও জমি পাচ্ছেন আরও ৫৩ হাজার পরিবার

আগামী জুন মাসে আরও ৫৩ হাজার ৩৪০টি গৃহহীন পরিবার ঘর পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বৃহস্পতিবার সকালে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২য় পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান।

মুখ্যসচিব বলেন, এখন পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৫৬২টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সরকার টিকার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন বলেও জানান মুখ্য সচিব।

তিনি আরও বলেন, ফ্রি নয়, সরকার টাকা দিয়েই টিকা কিনবে। আগামী জুলাই মাস থেকে আবার সর্বস্তরে টিকাদান শুরু হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যুক্তরাষ্ট্র থেকে কবে নাগাদ টিকা পাওয়া যাবে তা নিশ্চিত নয় বলেও জানান তিনি।

এনএনআর/

Exit mobile version