Site icon Jamuna Television

দুই দেশে দুইজন, তবুও জমিয়ে জামাইষষ্ঠী হলো সৃজিতের!

দুই দেশে দুইজন, তবুও জমিয়ে জামাইষষ্ঠী হলো সৃজিতের!

করোনা কারণে বন্ধ বাংলাদেশ-ভারত সীমান্ত। তিন মাস ধরে দুই দেশে সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা। দুজন দুই শহরে থেকেও জমিয়ে জামাইষষ্ঠী পালন করলেন সৃজিত। বহু পদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতা বাংলা ছবির পরিচালক।

সৃজিত-মিথিলার যোগাযোগের একমাত্র মাধ্যম অনলাইন। কিন্তু আজকের এই বিশেষ দিনে সৃজিতকে জামাই-আদর খাওয়ার সুযোগ করে দিল কে? আসলে মিথিলার পরিবারের হয়ে সৃজিতের জন্য এলাহি খানাপিনার আয়োজনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বন্ধু শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সশরীরে না হলেও ভার্চুয়ালি সৃজিতের এই জামাইষষ্ঠীর উত্সবে শামিল হন মিথিলা।

ভিডিও কলে সৃজিত, মিথিলা ও শুভঙ্করের তিন মাথা এক হলো, চললো জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া।

সৃজিতের কথায়, এক দিনের জন্য শুভঙ্কর ‘মিথিলার বাবা’! সুতরাং জামাইষষ্ঠীর দিন নতুন শ্বশুর খুঁজে পেলেন সৃজিত মুখোপাধ্যায়।

ছবিতে দেখা যাচ্ছে, সৃজিতের জন্য পাঠানো হয়েছে ফ্রাইড রাইস, ডাল মাখানি, ফিস ফিঙার, মাংস, চাটনি। আর মিষ্টি মুখের জন্য ছিল ক্ষীর, পাটিসাপটা।

এনএনআর/

Exit mobile version