Site icon Jamuna Television

বালিশের ভেতর পাওয়া গেল লাখ লাখ রুপি

ভারতের বিহারে এক প্রকৌশলীর বালিশের ভেতর ১১ লাখ রুপি পাওয়া গেছে। দুর্নীতিবিরোধী সেলের কর্মকর্তারা ঘুষ নেওয়া রুপিসহ প্রকৌশলীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন।

গালফ নিউজের খবরে থেকে জানা যায়, গ্রেফতারকৃত প্রকৌশলীর নাম রামচন্দ্র পাসওয়ান।

প্রতিবেদনটিতে বলা হয়, ঠিকাদার বাবলু কুমারের কাছে প্রকৌশলী রামচন্দ্র পাসওয়ান ৮০ হাজার রুপি ঘুষ দাবি করেন বলে অভিযোগ পাওয়া যায়। সড়কের একটি প্রকল্পের বিলের ফাইল ছাড় করার জন্য এ অর্থ দাবি করা হয়। ঠিকাদার সামান্য কিছু রুপি উপহার হিসেবে দেওয়ার কথা বললেও প্রকৌশলী রামচন্দ্র পুরো প্রজেক্টের ১.৫ শতাংশ অর্থ দাবি করে বসেন। ফলে বাধ্য হয়ে ৯ জুন ঠিকাদার লিখিত অভিযোগ জানান।

তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় পাটনার পূর্ব ছাপারান জেলায় দুর্নীতিবিরোধী গোয়ান্দারা ওই প্রকৌশলীর ফ্ল্যাটে তল্লাশি চালায়।

সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরে ৯১৮ সরকারি কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৬০ জনের বেশি কর্মকর্তা সাজা পেয়েছেন আর বাজেয়াপ্ত করা হয়েছে ৩০ জনের সম্পদ।

Exit mobile version