Site icon Jamuna Television

ইউরোতে আজ মাঠে নামবে ৬ দল

ইউরো ২০২০’র গ্রুপ পর্বের ম্যাচে আজ রাতে মাঠে নামবে ৬ দল। প্রথম ম্যাচে সন্ধ্যা ৭টায় ইউক্রেনের বিপক্ষে লড়বে নর্থ মেসেডোনিয়া। অপর ম্যাচে রাত ১টায় নেদারল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর রাত ১০টায় বেলজিয়াম লড়বে ডেনমার্কের বিপক্ষে।

‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে আসর শুরু করে বেলজিয়াম। দারুন ফর্মে আছেন দলটির ইন্টার মিলান তারকা রোমেলু লুকাকু। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে ডেনমার্ক। ওই ম্যাচে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিলো দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনকে। তার মুখে হাসি ফোটাতে বেলজিয়ামের বিপক্ষে জয় চায় দলটি। তবে সাম্প্রতিক প্যারফরমেন্সে এগিয়ে বেলজিয়াম। নেশন্স কাপের সবশেষ দুই ম্যাচে হারতে হয়েছে ডেনমার্ককে। তবে সবমিলিয়ে দু’দলের ১৫ লড়াইয়ে সমান ৬টি করে জয় ডেনমার্ক ও বেলজিয়ামের।

অন্যদিকে, প্রথম ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে ৩-২ গোলে জিতে ফুরফুরে মেজাজে আছে ডাচরা। নির্ভার হয়েই নামবে অস্ট্রিয়ার বিপক্ষে।

Exit mobile version